শ্বাসকষ্টে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে ৫৫ বছর বয়সী এই রোগী। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে পৌঁছে পরীক্ষা করানোর সময়ই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। ফুসফুসের মধ্যে রয়েছে প্রায় চার সেন্টিমিটার লম্বা আরশোলা! দীর্ঘ ৮ ঘণ্টার অস্ত্রোপচারের পর ফুসফুসটিকে নিরাপদে রেখে আরশোলাটিকে বের করেন চিকিৎসকেরা। কিন্তু, আরশোলাটি ওই রোগীর ফুসফুসের ভিতরে কী করে প্রবেশ করল? চিকিৎসকরা জানিয়েছেন, এর আগে চিকিৎসার কারণে একটি শ্বাস প্রশ্বাসের টিউব ঢোকানো হয়েছিল ওই রোগীর শরীরে। অনুমান করা হচ্ছে, ওই শ্বাস প্রশ্বাসের টিউব দিয়েই ফুসফুসে প্রবেশ করেছিল আরশোলা।
কেরালার কোচি শহরের অমৃতা হাসপাতালের চিকিৎসকরা এই অস্ত্রোপচারটি করে। ডাঃ টিঙ্কু জোসেফের নেতৃত্বে এই অস্ত্রোপচার হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ। অস্ত্রোপচারের পর ওই রোগী এখন অনেকটাই সুস্থ।