‘‘নতুন ভারতে গণতন্ত্র তলানিতে।" রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে টুইট বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন এই ঘটনায় কংগ্রেসের পাশে দাঁড়িয়ে বার্তা দেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
বৃহস্পতিবার সুরাট আদালতের রায়ের পরেই রাহুলের সদস্য পদ খারিজের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। মোদী পদবি নিয়ে রাহুলের মন্তব্যের জেরে তাঁকে সাজা ঘোষণা করেছিল আদালত। তারপরেই ওয়াইনাডের কংগ্রেসে সাংসদের সদস্যপদ খারিজ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। শুক্রবার তাতেই সিলমোহর বসে গেল।
আরও পড়ুন- Anaemia among Indian Women: ভারতের অর্ধেক মহিলায় অ্যানিমিয়ায় ভোগেন, কেন্দ্রের রিপোর্টে বাড়ল উদ্বেগ
এদিন সংসদের সচিবালয় থেকে জানানো হয়, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে। ফলে এখন থেকে কেরলের ওয়ানাড আসনটি শূন্য। আইন বলছে, যদি কোনও সাংসদ যে কোনও অপরাধে দু বছরের বেশি কারদণ্ড পান, সেক্ষেত্রে তাঁর সাংসদ পদ বাতিল হতে পারে। ওই আইন বলছে, সাংসদ পদ খারিজ হওয়া রাহুল অন্তত আগামী ৬ বছর কোনও ভোটে লড়তে পারবেন না।