সমলিঙ্গ বিবাহ নিয়ে এবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইনি মতামত প্রয়োজন বলে সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রের। কারণ হিসেবে কেন্দ্র জানিয়েছে, ’বিবাহ’ বিষয়টি দেশের সংবিধানের সপ্তম শিডিউলের কনকারেন্ট লিস্টের অন্তর্ভুক্ত। ফলে এইধরনের আবেদনের ভিত্তিতে বিচারের ক্ষেত্রে সমস্ত রাজ্যের পরামর্শ নেওয়া একান্ত জরুরি। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দারা এই সমলিঙ্গ বিবাহ নিয়ে ঠিক কী ভাবছেন, তা শীর্ষ আদালতের কাছে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন বলেই মত কেন্দ্র সরকারের।
হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে, সমলিঙ্গ বিবাহের বৈধতা নিয়ে মতামত চেয়ে ১৮ এপ্রিল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তাঁরা চিঠিও পাঠিয়েছেন। তবে সুপ্রিম কোর্ট জানায়, এই মামলায় এত রাজ্যের বক্তব্য শোনার কোনও দরকার নেই। যদিও তারপরও কেন্দ্রের তরফে হলফনামা দেওয়া হয়। তবে এখনও কেন্দ্রের এই আবেদন মানতে রাজি নয় সুপ্রিম কোর্ট।