সুড়ঙ্গ বিপর্যয়ে ১৭ দিন ধরে আটকে রয়েছেন মোট ৪১ জন শ্রমিক। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ৩ শ্রমিকও। ইতিমধ্যে উদ্ধারকাজ শেষের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলার শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসতে বিশেষ টিম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে এবিষয়ে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, দিল্লির রেসিডেন্ট কমিশনার অফিসের লিয়াজঁ অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বে মোট চার সদস্যের ওই টিম পাঠানো হয়েছে। তাঁদের ফোন নম্বরও ওই টুইটে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী।
যে তিনজন বাঙালি শ্রমিক আটকে রয়েছেন তাঁরা হলেন কোচবিহারের বাসিন্দা মনির তালুকদার, হরিণাখালির বাসিন্দা সৌভিক পাখিরা এবং হুগলির বাসিন্দা জয়দেব প্রমাণিক।