শনিবার শুরু হবে G20 শীর্ষ সম্মেলন (G20 Summit)। শুক্রবার দুপুরে নয়াদিল্লি রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শনিবার রাষ্ট্রনেতাদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আসরে থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে শুক্রবারই দিল্লি রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন: প্রথম সেলফি পাঠাল ইসরোর সৌরযান আদিত্য এল ১, দেখা গেল পৃথিবী ও চাঁদের ছবিও
সম্প্রতি দেশের নাম 'ভারত' হওয়ার ব্যাপারে কেন্দ্র ও বিরোধীদের টানাপোড়েন চলছে। ইন্ডিয়া জোট নিয়েও কেন্দ্র কড়া বার্তা দিয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক সম্মেলনে সব রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে নৈশভোজে থাকবেন। বিরোধী জোট ইন্ডিয়ার পরবর্তী বৈঠকও দিল্লিতে। বাংলার সাংসদরা ইতিমধ্যে দিল্লিতে ১০০ দিনের প্রকল্পের টাকা নিয়ে দিল্লিতে কর্মসূচির পরিকল্পনা করছেন। মনে করা হচ্ছে একদিন আগেই দিল্লি যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। যদিও নবান্নের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক কাজেই একদিন আগে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।