মহারাষ্ট্রের পালঘরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry Passes Away) । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশের বিভিন্ন মহল । টুইটে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ।
মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘সাইরাস মিস্ত্রির অসময়ে চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই বড় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাঁরা যেন শক্তি পান। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ টুইটে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি লেখেন, শ্রী সাইরাস মিস্ত্রির অকাল মৃত্যু মর্মান্তিক।তাঁর মৃত্যু বাণিজ্য ও শিল্প জগতের জন্য বড় ক্ষতি ।
শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও । তিনি লিখেছেন, ভারতের প্রবৃদ্ধিতে যেসব উজ্জ্বল ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন সাইরাস । এছাড়া, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, স্মৃতি ইরানি থেকে কংগ্রেস নেতা শশী থারুর,তেলাঙ্গনার মন্ত্রী কেটিআর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শোকজ্ঞাপন করেছেন ।
রবিবার, আহমেদাবাদ থেকে মুম্বইয়ে ফিরছিলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান (Cyrus Mitry Dies) । সেইসময় দুর্ঘটনাটি ঘটে । পালঘরের পুলিশ সুপার জানিয়েছেন, আহমেদাবাদ থেকে মুম্বইয়ে ফেরার সময় দুপুর সওয়া ৩টে নাগাদ পালঘরের কাছে সূর্য নদীর সেতুর উপরে ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের মার্সিডিজ গাড়ি । ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর গাড়িটি উল্টে যায় । মৃত্যু হয় সাইরাসের । জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক-সহ দু'জন । তাঁদের গুজরাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটি একটি দুর্ঘটনা ।