বেশ কয়েকদিন ধরে বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল (Himachal Cloudburst) । তারই সোমবার মেঘ ভাঙা বৃষ্টি নামল সোলানে (Solan) । প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মেঘ ভাঙা বৃষ্টির জেরে জাদন গ্রামে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে । কমপক্ষে ২টি বাড়ি ও একটি গোয়াল ঘর ভেসে গিয়েছে ।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা রাজ্য । ভেসে গিয়েছে অধিকাংশ বাড়িঘর । ধস নেমেছে পাহাড়ে । বেশিরভাগ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর । সেইসঙ্গে রাজ্যজুড়ে সব স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন, Himachal Landslide: শিব মন্দিরে ভূমি ধস, হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে ২১
মৌসম ভবনের তরফে, হিমাচলে আগামী তিনদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে । পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।