তামিলনাড়ুর (Tamil Nadu) এক সরকারি স্কুলের শৌচালয়ের কাছেই ঝোপঝাড় থেকে উদ্ধার সদ্যোজাতের মৃতদেহ । জানা গিয়েছে, স্কুলেরই একাদশ শ্রেণির এক ছাত্রী ওই শিশুটির জন্ম দেয় ( Class XI student gives birth in school toilet)। পুলিশের কাছে একথা স্বীকারও করে নিয়েছে সে । তামিলনাড়ুর (Tamil Nadu News) চিদম্বরম শহরের কাড্ডালোর জেলার ঘটনা ।
সম্প্রতি, স্কুলের শৌচালয়ের কাছে ঝোপঝাড়ের মধ্যে শিশুর দেহ পড়ে থাকতে দেখে স্কুলেরই এক ছাত্রী । বিষয়টি স্কুল কর্তৃপক্ষের কানে পৌঁছতেই তারা পুলিশে খবর দেয় । শিশুটির নাভির কর্ড ঠিকভাবে কাটা ছিল না দেখেই পুলিশের সন্দেহ হয় । তাঁদের অনুমান ছিল, স্কুলেই শিশুটি প্রসব করা হয়েছে । স্কুলের ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয় । তখন পুলিশ জানতে পারে একাদশ শ্রেণির এক ছাত্রী ওই শিশুর জন্ম দিয়েছে স্কুলেরই শৌচালয়ে । ১৬ বছরের ছাত্রী জানিয়েছে, ক্লাস চলাকালীন তাঁর পেটে যন্ত্রণা হচ্ছিল । তারপরই শৌচালয়ে যায় সে । সেখানেই শিশুটির জন্ম দেয় সে । তারপর নিজেই পেন দিয়ে নাভির কর্ড কাটে এবং ক্লাসে ফিরে আসে ।
আরও পড়ুন, New Seatbelt Rule: সাইরাসের মৃত্যুর জের, গাড়ির সিটবেল্ট বাঁধা নিয়ে আসছে কেন্দ্রের নয়া নিয়ম
ছাত্রীর চিকিৎসার জন্য তাকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে । তবে, সে কীভাবে গর্ভবতী হয়ে পড়েছিল, এর পিছনে কে রয়েছে, তারই খোঁজ চালাচ্ছে পুলিশ ।