শরীর অসুস্থ থাকা সত্ত্বেও বাড়ি যাওয়ার অনুমতি মেলেনি। জোর করে আটকে রেখে পরীক্ষা দেওয়াতে বাধ্য করা হয়। পড়ুয়ার মৃত্যুর পর এমনটাই অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হরিয়ানার ফরিদাবাদের ঘটনা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই পড়ুয়ার নাম আরাধ্যা খান্ডেলওয়াল। সে ফরিদাবাদের একটি সিবিএসসি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার সকালে ক্লাস চলাকালীন স্কুলের মধ্যেই মৃত্যু হয় তার।
মেয়েটির বাবা ও মা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে। মঙ্গলবার সকালে স্কুল যাওয়ার পথে বমি হয় আরাধ্যার। বুধবার সকালে ক্লাস টিচারকে অসুস্থতার কথা জানায়। অভিযোগ, অসুস্থতার কথা জানার পরেও তাঁকে বাড়ি পাঠায়নি স্কুল কর্তৃপক্ষ। আরাধ্যার বন্ধুদের দাবি, বাসে বসে বমি করে সে।
আরও পড়ুন: প্রেমিককে বেঁধে রেখে ধর্ষণ দলিত তরুণীকে! গ্রেফতার অভিযুক্তরা
স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, এই নিয়ে তদন্ত শুরু হলে স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা করবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাসও দিয়েছেন।