লাদাখ (Ladakh) সীমান্ত নিয়ে ফের শুরু হল চিন (China) এবং ভারতের (India) তরজা। ভারতের দাবি, লাদাখে জমি দখল করেছে চিন। বেআইনি ভাবে প্যাংগং লেকের উপর সেতু তৈরি করছে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ (PLA)।
লাদাখ নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। চিনের লাল ফৌজের (Red Army) বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডের জমি দখলের অভিযোগ তুলল বিদেশ মন্ত্রক। প্যাংগং হ্রদের একাংশের উপর চিনা সেনা সেতু বানাচ্ছে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টও ভারতের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: CDS Bipin Rawat Death: পাইলটের ভুলেই বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা? তদন্তকারীরা কী বলছেন?
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীর দাবি, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের সময় প্যাংগং হ্রদের ওই জমি চিনের দখলে যায়নি। গিয়েছিল প্রায় ৬০ বছর আগে ভারত-চিন যুদ্ধের সময়। ১৯৬২ সালের যুদ্ধেই প্যাংগং হ্রদের বড় অংশ-সহ লাদাখের আকসাই চিনের বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছিল ‘পিপলস লিবারেশন আর্মি’।
অরিন্দম বৃহস্পতিবার বলেন, ‘‘দখল করা এলাকায় প্রায় ৬০ বছর আগে থেকেই পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করে চিন।’’