জি২০ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে ভারতে আসছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। তার মাত্র কয়েকদিন আগেই ফের ভারতীয় ভূখণ্ডের কিছু অংশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করল চিন সরকার (China Govt)৷ ভারতের একটি গোটা প্রদেশকে চিনের অংশ বলে দাবি করা হল চিনের পক্ষ থেকে! এই মর্মে একটি বিতর্কিত মানচিত্রও প্রকাশ করেছে বেইজিং।
২৮ আগস্ট চিন সরকারের পক্ষ থেকে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। তাতে অরুণাচল প্রদেশকে চিনের অংশ হিসাবে দেখানো হয়েছে। একইসঙ্গে আকসাই চিন অঞ্চলকেও চিনের অংশ হিসাবে দেখানো হয়েছে।
Geetika Srivastava: পাকিস্তানের ভারতীয় দূতাবাসে প্রথম মহিলা প্রধান হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব
কেবল ভারতীয় ভূখণ্ডই নয়, তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগরের বিতর্কিত এলাকাকেও চিনের অংশ হিসাবে দাবি করা হয়েছে ওই মানচিত্রে।