ইউটিউব দেখে সন্তান প্রসব নাবালিকার। অভিযোগ সেই সন্তানকেই মেরে ফেলার। মহারাষ্ট্রের নাগপুরের এই ঘটনা সামনে আসতে হতবাক পুলিশ থেকে সমাজ বিজ্ঞানীরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যৌন অত্যাচারের শিকার ১৫ বছরের ওই নাবালিকা। এর জেরেই গর্ভ ধারণ। লোক জানাজানির ভয়েই ইউটিউব দেখে সন্তান প্রসব।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাতকে প্রথমে গলা টিপে খুন করা হয়েছিল। রেখে দেওয়া হয়েছিল ছোট একটি বাক্সের মধ্যে। পরে ওই দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার সূত্রে দাবি, তাঁদের অজান্তেই পুরো ঘটনা ঘটেছে। কারণ, সন্তান প্রসবের সময় নাবালিকার মা বাড়ির বাইরে ছিলেন।
Amitabh Bachchan: হায়দরাবাদে শ্যুটিং সেটে পাঁজর ভেঙে গুরুতর জখম অমিতাভ বচ্চন
বাড়ি ফিরে মেয়ের অসুস্থতা দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সব ঘটনা সামনে আসে। ইতিমধ্যেই ওই নাবালিকার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। শিশুর দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।