এই ২০২৪-এও ভারতকে কুসংস্কার, অন্ধ বিশ্বাসের করুণ-মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকতে হয়। ক্যানসার আক্রান্ত ৫ বছরের পুত্র সন্তান সুস্থ হয়ে উঠবে, 'মিরাক্যল'এর আশায় হরিদ্বারের গঙ্গা ঘাটে ছেলেকে বারবার জলে চোবালেন মা-বাবা। ঘটনাস্থলেই মৃত্যু হল ছেলের।
বুধবার হরিদ্বারের ‘হর কি পৌড়ি’ ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিশুর বাড়ি দিল্লিতে। ছোটবেলা থেকেই সে ক্যানসারে আক্রান্ত শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ‘অলৌকিক’ কিছু ঘটার আশায় নিজেদের সন্তানকে বারবার গঙ্গায় ডুব দেওয়ালেন মা-বাবা। কিছুক্ষণের মধ্যেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ছেলেটির।
শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শিশুটির দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।