সবার নজর আজ রাঁচিতে। যেখানে জমি কেলেঙ্কারির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির ইডির দফতরে হাজিরা দিতে যাবেন মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। কী হবে যদি তাঁদের নেতাকে গ্রেফতার করা হয় ? সেই পাশাও সাজিয়ে ফেলেছে JMM । মুখ্যমন্ত্রী পদে প্রস্তাব করা হয়েছে হেমন্তের স্ত্রী কল্পনা সোরেনের নাম।
রাঁচিতে সাত একরের এক জমি ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় মুখ্যমন্ত্রীর। এই ব্যাপারে তাঁকে নয় বার তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু কোনও বারই সেই তলবে সাড়া দেয়নি বলেই অভিযোগ। অবশেষে গত সোমবার হেমন্ত সোরেনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয় একটি গাড়ি।
এরমধ্যেই দিল্লি ছেড়ে রাঁচি আসেন সোরেন। বিজেপি অভিযোগ করে, ইডির ভয়ে পালিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মঙ্গলবার বিকেলে প্রকাশ্যে এসে হেমন্ত সোরেন জানান, তিনি বুধবার ইডির দফতরে যাবেন। আর তারপরেই তাঁকে গ্রেফতারির আশঙ্কায় রাঁচিতে শুরু হয় ম্যারাথন বৈঠক।
পরিষদীয় দলের বৈঠকে কল্পনা সোরেনের নামে সিলমোহর দেওয়া হয়েছে। কংগ্রেসও কল্পনা সোরেনকে সমর্থন দিতে রাজি হয়েছে। এই পরিস্থিতিতে অপেক্ষা হেমন্ত সোরেনের ইডির দফতরে যাওয়া।