৯ মাসের মধ্যেই ব্যবধান নেমে এল মাত্র তিন অঙ্কে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিস সাহাকে হারালেন নামমাত্র ভোটে। প্রথমবার ভোটে লড়ে ত্রিপুরায় একটি আসনে এগিয়ে তৃণমূল। জনজাতি সংগঠন তিপ্রা মোথা কমবেশি ১০টি আসনে এগিয়ে রয়েছে বলেই খবর। তবে গণনা যত এগোচ্ছে, ততই পিছিয়ে পড়ছে বাম-কংগ্রেস জোট। নাগাল্যান্ডে প্রায় জয়ের দোরগোড়ায় শাসক বিজেপি। উত্তর-পূর্বের আরেক রাজ্য মেঘালয়ে 'কিং মেকার' হওয়ার লড়াই থেকে কার্যত ছিটকে যাওয়ার পথে তৃণমূল। মুকুল-কনরাড লড়াইয়ে শেষ হাসি হাসতে চলেছেন এনপিপি প্রধান।
এবছরই প্রথম উত্তর-পূর্বের দুই রাজ্য ত্রিপুরা এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই, এই দুই রাজ্যের দিকে বেশি নজর থাকবে সব মহলের। তবে শেষপর্যন্ত, কার মুখের হাসি চওড়া হয় সেদিকেই নজর রয়েছে সকলের।
আরও পড়ুন- Sagardighi Result 2023 : মুর্শিদাবাদের সাগরদিঘিতে লিড বাড়াচ্ছে কংগ্রেস, শুরু হয়ে গেল উৎসব