নামিবিয়া থেকে মধ্যপ্রদেশে আনা হয়েছিল চিতা। সে এবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান থেকে পালিয়ে গ্রামে ঢুকে পড়ল। যা নিয়ে বিরাট আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়, কুনো জাতীয় উদ্যান থেকে ওই চিতাটি পালিয়ে ২০ কিলোমিটার দূরের একটি গ্রামের মধ্যে ঢুকে যায়।
উল্লেখ্য, নামিবিয়া থেকে দুই দফায় মোট ২০'টি চিতাকে আনা হয়েছিল ওই জাতীয় উদ্যানে। তাদের মধ্যে গত মাসে একটি স্ত্রী চিতার মৃত্যু হয়েছিল। এবার আরও একটি চিতা পালিয়ে যাওয়ায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায়।
পালিয়ে যাওয়া চিতাটির নাম ওবান। তাকে ধরার জন্য বন দফতরের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।