জুলাই মাস শেষ । অগাস্ট মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । অগাস্টে দেশজুড়ে রাখী বন্ধন, জন্মাষ্টমীর মতো একাধিক উৎসব রয়েছে । সেইসঙ্গে রয়েছে স্বাধীনতা দিবস । শনি, রবি সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে । তবে, নেট ব্যাঙ্কিং চালু থাকবে। মোবাইল অ্যাপ ও ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা। জেনে নিন পুরো ছুটির তালিকা ।
৩ অগাস্ট, শনিবার - কের পুজো (আগরতলা)
৮ অগাস্ট ,বৃহস্পতিবার - টেন্ডং লো রাম মোটা (গ্যাংটক)
১৩ অগাস্ট, মঙ্গলবার- দেশপ্রেমিক দিবস (ইম্ফল)
১৫ অগাস্ট,বৃহস্পতিবার - স্বাধীনতা দিবস
১৯ অগাস্ট, সোমবার - রাখি বন্ধন
২০ অগাস্ট, মঙ্গলবার - নারায়ণ গুরু জয়ন্তী (তিরুবন্তপুরম)
২৬ অগাস্ট, সোমবার -জন্মষ্টমী
এছাড়া, বাকি ৬ দিন দ্বিতীয় শনিবার ও চতুর্থ শনিবারের ছুটি থাকছে । তারিখ গুলো হল, ৪ অগাস্ট, ১০ অগাস্ট,১১ অগাস্ট, ১৮ অগাস্ট,২৪ অগাস্ট,২৫ অগাস্ট