ছত্তিশগড়ের (Chattisgarh) রায়পুরে ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter Crash) । এই ঘটনায় দুজন পাইলটের (Pilot Death) মৃত্যু হয়েছে । মৃতদের নাম ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পাণ্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। বৃহস্পতিবার রাতে ছত্তিশগড়ের রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, বিমানবন্দরে ছত্তিশগড়ের স্টেট হেলিকপ্টারটি (Chattisgarh Helicopter Crash) নিয়ে অনুশীলন চালাচ্ছিলেন দুই পাইলট । কপ্টারে আর কেউ ছিলেন না । প্রশিক্ষণ চালানোর সময় আচমকা বিপত্তি । রাত ৯ টা ১০ মিনিট নাগাদ বিমানটি ভেঙে পড়ে । ঘটনায় ওই দুই পাইলট গুরুতর জখম হন । সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ।
কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি । ডিজিসিএ ও রাজ্য সরকার এনিয়ে তদন্ত শুরু করেছে । এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল । মৃত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রী টুইটে লেখেন,
"রায়পুরে বিমানবন্দরে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েছি । খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । ঘটনায় দুই পাইলট ক্যাপ্টেন পান্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব মারা গিয়েছেন । তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল । ঈশ্বর তাঁদের শক্তি দিক ।"