বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান (Chandrayaan 3)। এই সাফল্যের সঙ্গে ইসরোর (ISRO) যে সব মহিলা বৈজ্ঞানিকরা যুক্ত, তাঁদের সম্বন্ধে একবার জেনে নেওয়া যাক।
ঋতু কারিধাল- ইসরোর অন্যতম বর্ষীয়ান বৈজ্ঞানিক যাঁকে ভারতের অন্যতম 'রকেট নারী' (Rocket women) বলে অভিহিত করা হয়। চন্দ্রযান-২ (Chandrayaan 3) এর মিশন ডিরেক্টর হিসেবে দায়িত্বপালন করেছিলেন তিনি। এছাড়া, মঙ্গলযান মিশনে ডেপুটি অপারেশন ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।
আরও পড়ুন: চাঁদের জমি স্পর্শ ভারতের, উন্মাদনা কলকাতার বিড়লা মিউজিয়ামে
নন্দিনী হরিনাথ- ভারতের মঙ্গল অভিযানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। এছাড়া, এই অভিযান সংক্রান্ত গবেষণাপত্রের সহ-লেখক হিসেবেও দায়িত্বপালন করেছেন তিনি।
মৌমিতা দত্ত- অপটিক্যাল (Optical) এবং আইআর সেনসরের (IR sensors) ডেভেলপিং এবং টেস্টিং বিষয়ে বিশেষজ্ঞ।
অনুরাধা টিকে- বর্তমানে অবসরপ্রাপ্ত, ইনি একজন বৈজ্ঞানিক ও ইসরোর (ISRO) প্রোজেক্ট ডিরেক্টর, কমিউনিকেশন স্যাটেলাইটের একজন বিশেষজ্ঞ।
মিনাল রোহিত- ইনিও ভারতের বৈজ্ঞানিক এবং ইসরোর সিস্টেম ইঞ্জিনিয়ার। মঙ্গল অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
মুথায়া ভানিতা- ইসরোর চন্দ্রযান ২ অভিযানের প্রোজেক্ট ডিরেক্টর ছিলেন মুথায়া ভানিতা।
ভিআর লালিথাম্বিকা- অ্যাডভান্সড লঞ্চার টেকনোলজিসের একজন বিশেষজ্ঞ, যিনি 'গগনায়ন' মিশনে নেতৃত্ব দিয়েছেন।