লোকসভা নির্বাচনের আগে একপ্রকার শক্তি পরীক্ষায় নেমেছিল বিরোধী জোট মঞ্চ ইন্ডিয়া। কিন্তু চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াইয়ে হারতে হল আপ ও কংগ্রেস জোটকে। যদিও ওই নির্বাচনের ফল নিয়ে শুরু হয়ে তীব্র বিতর্ক।
পুরপ্রতিনিধি নির্বাচনে প্রথমে এগিয়ে গিয়েছিল বিরোধী জোট। তাদের দখলে ছিল ২০টি আসন। এবং বিজেপি পেয়েছিল ১৬টি আসন। কিন্তু পরে জোটপ্রার্থীর পাওয়া ৮টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ভোট বাতিল হওয়ার ফলে বিরোধী জোটের প্রাপ্ত মোট ভোট ছিল ১২টি। ফলে নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশের পর বিজেপিকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। এর পরেই পুরনিগমে হইহট্টগোল শুরু হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন আপ ও কংগ্রেস পুরপ্রতিনিধিরা।
বিজেপি হয়ে ওই নির্বাচনে লড়াই করেন মনোজ সোনকার। অন্যদিকে জোট মঞ্চের হয়ে ভোটে লড়াই করেন কুলদীপ সিং।