শনিবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের ম্যাচে '৮-০' করার গৌরব টিম ইন্ডিয়া স্পর্শ করার পরে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করেছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি। সেখানে তারা জানিয়েছে, এই ম্যাচ দেখার সময় একই পরিবারের পক্ষ থেকে ৭০টা বিরিয়ানি অর্ডার করা হয়েছিল! চণ্ডীগড়ের একটি পরিবারের পক্ষ থেকে ওই পরিমাণ বিরিয়ানি অর্ডার করা হয়। এই পোস্ট শেয়ার করার পর তা নিয়ে মজা করতে পিছপা হননি নেটিজেনরা।
সুইগির পোস্টে লেখা হয়- 'চণ্ডীগড়ের একটি পরিবার একবারে ৭০টি বিরিয়ানি অর্ডার করেছিল! মনে হচ্ছে, তাঁরা জানতেনই যে, ম্যাচটি শেষ পর্যন্ত কোন দল জিতবে'!