অবশেষে সব জল্পনার অবসান। রাজ্যপালের তরফে ঝাড়খন্ডে সরকার গড়ার আমন্ত্রণ পেলেন জোটের নেতা চম্পাই সোরেন। বৃহস্পতিবার রাতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন চম্পই। এর পরেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়। আজই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন চম্পাই। আগামী ১০ দিনের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে বিধানসভায়।
মুখ্যমন্ত্রীর পদ থেকে হেমন্ত সোরেনের ইস্তফার ২৪ ঘণ্টা পরেও চম্পই সোরেনের কাছে রাজ্যপালের থেকে সরকার গড়ার আমন্ত্রণ না আসায় যে জল্পনা তৈরি হয়েছিল তার অবসান হল।
সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১০ দিন সময় দেওয়া হয়েছে। তবে ১০ দিনের মধ্যে বিধায়ক ‘কেনাবেচা’র সম্ভাবনা নিয়ে ভয় কাটছে না চম্পাইয়ের। অতীতে এমন উদাহরণ বিভিন্ন রাজ্যে রয়েছে।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ‘জাদুসংখ্যা’ ৪১।