আপাতত রাজনৈতিক সঙ্কট কাটল ঝাড়খণ্ডে। বিজেপির অপারেশন লোটাশ রুখে রাঁচিতে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেই চম্পাই সোরেন। এদিন রাজভবনে তাঁকে শপথ পাঠ করান রাজ্যপাল রাধাকৃষ্ণণ। তবে আগামী ১০ দিনের মধ্যে বিধানসভায় তাঁকে শক্তি পরীক্ষা দিতে হবে। এদিন শপথ নিয়েছেন শরিক কংগ্রেস ও আরজেডির দুই বিধায়ক।
গত বুধবার হেমন্ত সোরেনের গ্রেফতারির পরেই রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন চম্পাই সোরেন। তাঁর সঙ্গে ৪৭ বিধায়কের সমর্থন রয়েছে বলেও রাজ্যপালের কাছে দাবি পত্র দিয়ে এসেছিলেন। তারপর থেকে শুরু হয়েছিল টালবাহানা।
শুক্রবার সন্ধ্যায় চম্পাইকে সরকার তৈরির জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল রাধাকৃষ্ণণ। এই সময়ের মধ্যেই বিজেপির বিরুদ্ধে সময় কেনার খেলার অভিযোগ করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এমনকী বিজেপি বিধায়ক ভাঙানোর খেলায় নেমেছ বলেও অভিযোগ ওঠে।
হেমন্ত সোরেন মন্ত্রীসভায় রাজ্যের পরিবহণ মন্ত্রী ছিলেন চম্পাই সোরেন। যিনি ঝাড়খণ্ড রাজনীতিতে সিংভূমের টাইগার বলেও পরিচিত। শিবু সোরেনের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন দশম শ্রেণি পাস চম্পাই সোরেন।