Flood Relief : পুজোর আগে বাংলা বন্যা দুর্গতদের পাশে কেন্দ্র, ক্ষতিপূরণ বাবদ মঞ্জুর ৪৬৮ কোটি টাকা

Updated : Oct 01, 2024 23:06
|
Editorji News Desk

রাজ্যের বন্যার ক্ষতে কেন্দ্রের ক্ষতিপূরণের মলম। মঙ্গলবার রাজ্যে বন্যায় ক্ষতির জন্য ৪৬৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, খুব তাড়াতাড়ি বাংলার বন্যা দেখতে একটি দলকে পাঠানো হবে। দিল্লি ফিরে তাদের রিপোর্টের ভিত্তিতে অতিরিক্ত অর্থ মঞ্জুর করা হবে। এদিনই শারদোৎসবের সূচনা করে, বাংলার বন্যার জন্য নাম না করে ডিভিসিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, উৎসবকে ভাসাতেই এই বছর এত জল ছাড়া হয়েছে। 

মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরেই কেন্দ্রের পক্ষ থেকে বাংলার বন্যার জন্য ৪৬৮ কোটি টাকা অর্থ মঞ্জুর করা হয়েছে। এদিন একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যেখানে দেশের বন্যা কবলিত ১৪টি রাজ্যের জন্য মোট ৫৮৫৮.৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি টাকা মঞ্জুর করা হয়েছে মহারাষ্ট্রের জন্য। 

ভোটমুখী মহারাষ্ট্রের জন্য কার্যত কল্পতরু হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে বন্যা থেকে উদ্ধারে ১৪৯২ কোটি মঞ্জুর করেছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চলতি বছর বর্ষায় ভারী বৃষ্টি, বন্যা, ধসের কারণে ক্ষতির মুখে পড়েছে এই রাজ্যগুলি। সে কারণেই অনুদান ঘোষণা করা হয়েছে।

গত কয়েকদিনে নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে, বানভাসি হয়েছে দক্ষিণবঙ্গের ১০টি জেলা। দুই মেদিনীপুর-সহ হাওড়া, হুগলি এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বৃষ্টি দাপটে নতুন করে ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তরবঙ্গ। প্রথমে সিকিম ও পরে নেপাল থেকে জল ছাড়ার জেরে ফুলে ফেঁপে ওঠে তিস্তা। 

Flood Relief

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক