যুদ্ধজর্জর ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে 'অপারেশন অজয়'-এর আনুষ্ঠানিক ঘোষণা করল কেন্দ্র। ভারতীয়দের দেশে ফেরাতে বিশেষ বিমান পাঠনোর ব্যবস্থা করল কেন্দ্র।
বুধবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইট করে জানান, ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে অপারেশন অজয় শুরু করা হচ্ছে। বিশেষ চার্টার্ড বিমানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। বিদেশের মাটিতে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ইজরায়েলে আটকে পড়া মানুষদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বরও চালু করেছে ভারতের দূতাবাস। ইজরায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী নানা পেশার সঙ্গে যুক্ত ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারের উপর। গত শনিবার ভোররাতে ইজরায়েলে ওপর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধের জেরে তাঁদের অনেকেই কার্যত গৃহবন্দি।
No Electricity in Gaza: জ্বালানি শেষ, বিদ্যুতের অভাবে অন্ধকারে ডুবল গাজা, আকাশে কেবল বোমারু বিমান