ডিপফেক নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। আর সেকারণে বিশ্বের বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আগামী শুক্রবার মেটা, গুগল এবং আরও কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখর।
সম্প্রতি ডিপফেক নিয়ে বেশ কয়েকটি বিষয় প্রকাশ্যে আসে। তারপর দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিষয়টি নিয়ে কড়া নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারণেই অতিদ্রুত এই বৈঠক করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।