উৎসবের মরসুমে কোভিড নিয়ে কোনওরকম 'রিস্ক' নিতে চাইছে না কেন্দ্র। কোভিড নিয়ে আগেভাগেই 'সেফ জোনে' থাকতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার, কোভিড পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিয়ে রাজ্যগুলিকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কোভিড বুস্টার ডোজ যত তাড়াতাড়ি সম্ভব নিতে বলা হয়েছে নাগরিকদের, স্বাস্থ্য দফতরের তরফে কোভিড সচেতনতা বাড়াতে নিতে হবে একাধিক পদক্ষেপ৷ পাশাপাশি উৎসবের মধ্যেও মাস্ক ব্যবহার, দূরত্ববিধি মেনে চলা, নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের মতো পুরোনো অভ্যেস ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী৷ বিদেশ থেকে আসা যাত্রীদের উপরেও রাখা হবে বিশেষ নজর।
Covid 19 New variant: সর্দি হয়েছে? করোনার নয়া ভ্যারিয়ান্ট নয় তো? সতর্ক করছে কেন্দ্র
ইতিমধ্যেই, বুধবার থেকে ভারতের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হচ্ছে। বিদেশ থেকে আগত উড়ানগুলির ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দরগুলিকে বিভিন্ন বিধিনিষেধ মানতে নির্দেশ দিচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।