বিরল রোগের চিকিৎসার জন্য ওষুধ ও খাদ্যসামগ্রীর আমদানি শুল্কের উপর ছাড় কেন্দ্রের। ১ এপ্রিল থেকে লাগু হবে আমদানি শুল্কের উপর এই ছাড়।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত পেমব্রোলিজুমাব নামক ওষুধের উপর এবার কোনও আমদানি শুল্ক থাকবে না। ওষুধের উপর ১০ শতাংশ আমদানি শুল্ক রাখা হয়। কিছু জীবনদায়ী ওষুধ ও টিকার উপর ৫ শতাংশ আমদানি শুল্ক রাখে কেন্দ্র। কিছু ওষুধে কোনও আমদানি শুল্ক থাকে না। এবার ক্যানসারের ওষুধও সেই তালিকায় যোগ হল।
সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২১ সালের বিরল রোগের জাতীয় নীতির অধীনে সব বিরল রোগের চিকিৎসায় ওষুধ ও খাদ্যের উপর আমদানি শুল্কের উপর সম্পূর্ণ ছাড় দিয়েছে। আগেই স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগের ওষুধেও আমদানি শুক্লে ছাড় দেওযা হয়েছে। এরপরও সরকারের কাছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিয়ে ছাড়ের আবেদন আসে।