Covid 19 Vaccination: নতুন বছর কীভাবে সম্পন্ন হবে টিকাকরণ কর্মসূচি, রাজ্যগুলোকে নির্দেশ কেন্দ্রের

Updated : Dec 29, 2021 07:48
|
Editorji News Desk

নতুন বছরে শুরু হচ্ছে কোভিড টিকাকরণ (Covid Vaccination)। ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে। শুরু হবে স্বাস্থ্যকর্মী (Health Workers), করোনাযোদ্ধা (Covid Warriors) সহ কো-মর্বিডিটি সম্পন্ন ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ (Precaution Dose)। কীভাবে সম্পন্ন হবে এই কর্মসূচি। রাজ্যগুলোকে নির্দেশ দিল কেন্দ্র। 


মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর স্বাস্থ্যকর্তাদের সঙ্গে। কীভাবে টিকাকরণ অভিযান চলবে, তা নিয়ে একটি লিখিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। 

আরও পড়ুন: করোনা-যুদ্ধে দুটি ভ্যাকসিন ও একটি অ্যান্টি-ভাইরাল ড্রাগকে ছাড়পত্র কেন্দ্রের


নির্দেশিকায় বলা হয়েছে,


১৫ থেকে ১৮ বছরের টিকাকরণ শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে। ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা এবং কো-মর্বিডিটি সম্পন্ন ষাটোর্ধ্বদের থাকবে প্রি-কশন ডোজ। 


কো-মর্বিডিটির প্রমাণ হিসেবে চিকিৎসকের শংসাপত্র বা প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। তবে প্রি-কশন টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। 


১৫ থেকে ১৮ বছর বয়সিরা দুভাবেই নাম নথিভুক্ত করতে পারবেন। কো-উইন অ্যাপের মাধ্যমে অনলাইনে করা যাবে। স্থানীয় কেন্দ্রে গিয়েও নাম লেখানেো যাবে। মোবাইলে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে ১ জানুয়ারি থেকে। কেন্দ্রে নথিভুক্তের কাজ শুরু হবে ৩ জানুয়ারি থেকে।


১৫-১৮ বছরের টিকা কেন্দ্র আলাদা করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। একই কেন্দ্রে থাকবে আলাদা দল। আলাদা লাইনের ব্যবস্থাও থাকবে। 


ভোটকর্মীদের করোনা যোদ্ধা হিসেবে গণ্য করা হবে। করোনা যোদ্ধাদের দ্বিতীয় টিকা নেওয়ার পর  ৯ মাস বা ৩৯ সপ্তাহ পর প্রি-কশন ডোজ নিতে হবে।


১৫ থেকে ১৮ বছর বয়সিদের শুধু কোভ্যাক্সিন দিতে হবে। এই টিকাই তরুণ-তরুণীদের জন্য ছাড়পত্র পেয়েছে। 


রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বাংলায় ১৫ থেকে ১৮ বছর বয়সিদের সংখ্যা ৪৮ লক্ষ ২৩ হাজার। তাঁদের সবাইকেই টিকা দেওয়া হবে।

West BengalVaccination centreCovid 19

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক