আরও ৬৭টি পর্নোগ্রাফি সাইট নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। আদালতের নির্দেশ ছিল। ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এই সাইটগুলি ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রের টেলি যোগাযোগ বিভাগ।
ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলিকে এই নিয়ে একটি ইমেল পাঠিয়েছে কেন্দ্র। ইন্টারনেট সংস্থাগুলি ব্লক করলে ফোন, ল্যাপটপ, ডেস্কটপে ওই সাইটগুলি ভারতে আর খোলা যাবে না। পুনে কোর্টের নির্দেশে ৬৩টি ও উত্তরাখণ্ড হাই কোর্টের নির্দেশে ৪টি ওয়েবসাইট ব্লক করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে উত্তরাখণ্ড হাই কোর্টের নির্দেশে ৮০০-এর বেশি ওয়েবসাইট ব্লক করে কেন্দ্র। ২০২১ সালে তথ্যপ্রযুক্তি আইন আসার পর কেন্দ্র নির্দেশিকা জারি করে। এবার দুটি রাজ্যের আদালতের নির্দেশে মোট ৬৭টি সাইট ব্লক করা হয়েছে।