দ্বাদশ শ্রেণির পর একই দিনে দশম শ্রেণির ফল প্রকাশ CBSE-এর। কয়েক ঘন্টার ব্যবধানেই প্রকাশিত হল রেজাল্ট। দশম শ্রেণির ফলাফলও গতবছরের তুলনায় হতাশাজনক। এই ক্ষেত্রেও কমেছে পাসের হার। এই বছরের পাসের হার ৯৩.১২%। গতবছরের তুলনায় ১.২৮ শতাংশ কমেছে পাসের হার। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট resuts.cbse.nic.in এবং cbseresuts.nic.in থেকে রেজাল্ট দেখা যাবে।
Sukanya Mondal : তিহাড়ে আরও দুই মাস, ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে সুকন্যা মণ্ডল
দ্বাদশের মতো দশমের ক্ষেত্রেও ছেলেদের তুলনায় বেশি মেয়েদের পাসের হার। রোল নম্বর, স্কুল নম্বর ও অ্যাডমিট কার্ড আইডি দিয়ে লগ-ইন করে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।