রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণবের কথা মতো করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তভার নিল CBI। সোমবার সকালে CBI আধিকারিকরা খড়গপুরের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে পৌঁছে যান। এবং তদন্তের স্বার্থে কয়েকজনকে ডেকে পাঠান তাঁরা।
CBI সূত্রে খবর, বাহানগা বাজার এবং ভুবনেশ্বর স্টেশনের কযেকজন আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছে ট্রেনের কিছু যাত্রী এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী। প্রত্যেকের বয়ান রেকর্ড করা হবে। পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা দুর্ঘটনাস্থলেও যাবেন। পুরো ঘটনাস্থল খতিয়ে দেখবেন তাঁরা।
বালেশ্বরের দুর্ঘটনাস্থল থেকেই CBI তদন্তের সুপারিশ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার নেপথ্যে মানুষের হাত রয়েছে বলেও মতামত দিয়েছিলেন তিনি। সেইমতো সোমবার সকাল থেকে করমণ্ডল দুর্ঘটনার তদন্তভার নিয়েছে CBI।