সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও সিবিআই জিজ্ঞাসাবাদ মামলায় স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই । দেওয়া হল না কোনও রক্ষাকবচ । অভিষেককে সিবিআই জেরায় একপ্রকার হস্তক্ষেপই করতে চাইল না সুপ্রিম কোর্ট । তবে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে, তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে । আগামী ১০ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।
কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় । শনিবার মামলার শুনানিতে আইনজীবী অভিষেক মনু মনুসিঙ্ভি আদালতকে জানিয়েছেন,তাঁর মক্কেলকে বারবার তলব করে ঘণ্টার পর ঘণ্টা জেরার নামে হেনস্থা করা হচ্ছে । আইনজীবীর আশঙ্কা আবারও তাঁর মক্কেলকে তলব করা হতে পারে । এমনকী, অভিষেকের গ্রেফতারির আশঙ্কাও প্রকাশ করে দ্রুত শুনানির আর্জি জানান । কিন্তু দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি। শুক্রবার মামলার শুনানি ছিল । সেখানে সিবিআই জিজ্ঞাসাবাদ মামলায় হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত ।
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় । পরে বেরিয়ে এসে গোটা বিষয়টা 'নিট ফল শূন্য' বলে জানান অভিষেক ।