মুম্বইয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ভয়াবহ ডাকাতি। ডাকাতদের গুলিতে মৃত্যু এক ব্যাঙ্ককর্মীর। পুরো দৃশ্যটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।
বুধবার বিকেলের ঘটনা। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দাহিশার শাখায় গেটের বাইরে কোনও দেহরক্ষী ছিলেন না। শাটার নামানো ছিল অর্ধেক।
ব্যাঙ্কে ঢুকেই হেল্পার সন্দেশ গোমানেকে গুলি করে দুই ব্যক্তি, তারপর ক্যাশিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ আড়াই লক্ষ টাকা নিয়ে পালায় ওই দু'জন।
পুলিশের কথা মতো ঘটনাটি ঘটেছে বিকেল ৩ টে ২৭ মিনিটে। সাড়ে তিনটেয় ব্যাঙ্কিং আওয়ার শেষ হওয়ার তিন মিনিট আগে। ৩টে ২৯ মিনিটে ওই দুজন আততায়ী খালি পায়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে যায়।
মুম্বইয়ের গুরুকুল সোসিয়াটিতে অবস্থিত ব্যাঙ্ক শাখাটি মাত্র ৮ থেকে ১০ জন কর্মীবিশিষ্ট। তার মধ্যে ৩ জন মহিলা কর্মী।