স্কুলে ঘুমোচ্ছেন প্রধান শিক্ষক। ছাত্ররা স্কুলের মেঝে ধুচ্ছে। এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি মধ্যপ্রদেশের একটি স্কুলের। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। রাজ্যের শিক্ষা দফতরও তদন্তের নির্দেশ দিয়েছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের লবকুশনগরের একটি প্রাথমিক স্কুলের। প্রধান শিক্ষকের নাম রাজেশ কুমার আদজারিয়া। জানা গিয়েছে, প্রধান শিক্ষক স্কুলে ঘুমোনোর সময় ছবি তুলে নেন স্থানীয়রা। এরপরই তা ভাইরাল হয়ে যায়। অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন।