কথায় বলে ইচ্ছে থাকলেই, উপায় হয়। প্রখর ইচ্ছেশক্তিকে রুখবে সাধ্য কার? মারণরোগ ক্যানসারও থামিয়ে রাখতে পারেনি বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী অলকানন্দা দাশগুপ্তকে (Alakananda Dasgupta)। ৬ বয়স থেকেই নাচের সঙ্গে সম্পর্ক তাঁর। মঞ্চই তাঁর ধ্যানজ্ঞান। স্টেজ ওয়ান ওভারিয়ান ক্যানসারে ভুগছেন অলকানন্দা। রোগের সঙ্গে লড়তে কেমো নিতে হয়েছে অলকাকে। পড়ে গিয়েছে তাঁর মাথার এক ঢাল ঘন চুল, তথাকথিত সৌন্দর্যেও পড়েছে ভাটা। তবুও নাচ থামাননি অলকানন্দা। তাঁর দুপায়ের ঘুঙুর গর্জনে বেজে উঠেছে মঞ্চে।
Arijit Singh: আকাশছোঁয়া সাফল্যেও পা মাটিতে! মুখ ঢাকা মাস্কে, ট্রেনেই শিলিগুড়ি পৌঁছলেন অরিজিৎ?
মঞ্চে মেকআপ , সাজগোজ , চুলের কারুকার্য, কস্টিউম সবই যেখানে মুখ্য সেখানে স্টিরিওটাইপ ভেঙেছেন বাঙালি এই নৃত্যশিল্পী। মঞ্চে উঠে নাচতে নাচতেই খুলে ফেলেছেন পরচুলা। কেমোথেরাপির পরদিনও তিনি নৃত্য পরিবেশন করতে মঞ্চে উঠেছেন মুন্ডিত মস্তকেই। তাঁর কথায়, ”কাঠিন্যের জন্য অল্পবিস্তর পাগলামি তো করতেই হয়। আপনি রোজ বাঁচেন, মরেন একদিনই।’’ তাঁর লড়াই বাড়তি অক্সিজেন জুগিয়েছে বহু ক্যানসার রোগীকে।