লোকসভা নির্বাচনের আগে CAA লাগু নিয়ে উত্তাল রাজনীতি। এবার লাগু হওয়া এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল মুসলিম লিগ এবং DYFI। মামালাকারীদের অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) অসংবিধানিক এবং বৈষম্যমূলক।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অসমের সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরের ডিভিশন বেঞ্চে এই মামলার আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় দেশের আরও একাধিক সংগঠন সংযুক্ত হওয়ার চেষ্টা করছে। রাজধানীর একাধিক জায়গায় আই আইন বিরোধী প্রতিবাদ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন - নাগরিকত্ব সংশোধনের আবেদন, CAA লাগুর পর চালু সরকারি পোর্টালও
উল্লেখ্য, সোমবার সন্ধেয় দেশজুড়ে লাগু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)। পরিকল্পনামাফিক আলাদা একটি অনলাইন পোর্টালও চালু করেছে কেন্দ্র। ওই পোর্টালের মাধ্যমেই এবার নাগরিকত্বের আবেদন করতে পারবেন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের শরনার্থীরা।