ভারতে জারি হল CAA। সোমবার সন্ধ্যা সংশোধিত নাগরিত্ব আইন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র। এর আগে সংবাদসংস্থা সূত্রে দাবি করা হয়েছিল, রাত ১০টা নাগাদ জারি হতে পারে এই ব্যাপারে বিজ্ঞপ্তি। কিন্তু সন্ধ্যে ছটার পরেই এই ব্যাপারে জারি হয় বিজ্ঞপ্তি। চার বছর আগেই আইনে পরিণত হয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইন।
২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই ব্যাপারে আইন পাস করিয়েছিল মোদী সরকার। ওই আইনে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিমরা যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। ফলে যা এদিন থেকে কার্যকর হল।
এবারের লোকসভা ভোটের অনেক আগে থেকেই এই ব্যাপারে কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছিলেন, CAA লাগু হতে চলেছে। যদিও সম্প্রতি রাজ্যে এসে বারাসতে এই ব্যাপারে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন তা কার্যকর করা হল।
এই আইনের প্রতিবাদে ইতিমধ্যেই সরব বিজেপি বিরোধী দলগুলি। যার মধ্যে সবচেয়ে বেশি সরব তৃণমূল কংগ্রেস। এদিনও এই আইনের তীব্র বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।