'মোদী পদবি' মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাংসদ পদ খারিজ হয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) । এখন আর তিনি আর কেরলের (Kerala) ওয়েনাডের (Wayanad by-poll) সাংসদ নন । তাই ফাঁকা আসনে নতুন সাংসদের জন্য শীঘ্রই উপনির্বাচন হতে পারে বলে খবর ।
সাধারণত, কোনও লোকসভা বা বিধানসভার আসন ফাঁকা হলে, সেই সময় থেকে ৬ মাসের মধ্যে সেখানে নির্বাচনের করাতে হয়। সূত্রের খবর, ওয়েনাডে উপনির্বাচন হতে পারে চলতি বছর সেপ্টেম্বর মাসে । সুরাট আদালত রাহুল গান্ধীকে যে ৩০ দিনের জামিন দিয়েছে, ওই সময়টুকু অপেক্ষা পরই উপনির্বাচনের ঘোষণা করতে পারে কমিশন। সাংসদ পদ খারিজ হওয়ার পাশাপাশি আদালত আট বছর নির্বাচনে লড়তে পারবেন না রাহুল । এদিকে, ২০২৪ সালেই রয়েছে লোকসভা নির্বাচন । সেক্ষেত্রে আদালতের রায় কার্যকর থাকলে, লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন না রাহুল ।
‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের কারাদণ্ড শুনিয়েছে গুজরাতের সুরাট জেলা আদালত। তার পরেই তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। লোকসভার এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে কংগ্রেস । 'সত্যি বলার সাজা পেলেন', রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার সিদ্ধান্তে এমনই প্রতিক্রিয়া কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খারগের। বিরোধীরাও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন ।