সময়টা একেবারেই ভাল যাচ্ছে না মোদী-ঘনিষ্ট শিল্পপতি গৌতম আদানির। ধনকুবেরদের তালিকা থেকে ক্রমেই পিছলে যাচ্ছেন তিনি। ফোর্বসের তালিকায় তিনি রয়েছেন ২৬-তম স্থানে। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স জানাচ্ছে, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় আদানির স্থান ২৯তম। দুই জায়গাতেই আর প্রথম ২৫-এর মধ্যে নেই এই ভারতীয় ধনকুবের। তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪,২৭০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা।
গত ২৫ জানুয়ারি বিশ্ব ধনী তালিকায় তৃতীয় স্থান দখল করেছিলেন গৌতম আদানি। অর্থাৎ, এক মাসেরও কম সময়ের মধ্যে ২৬ ধাপ নিচে নেমে গেলেন তিনি!
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন এবং অত্যাধিক ঋণের অভিযোগ তোলা হয়েছিল হিন্ডেনবার্গ রিপোর্টে। আদানি গোষ্ঠী যদিও এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। তবে তাতে খুব একটা লাভ হয়নি।