মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জব্বলপুরের (Jabalpur) ব্যস্ত রাস্তা । সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে স্কুটি, অটো, মোটরবাইক । হঠাৎই পিছন দিকে থেকে আসা বাস ধাক্কা মারল একের পর এক গাড়িতে । উল্টে গেল অটো । রাস্তায় পড়ে গেলেন একের পর এক মোটরবাইক চালকরা । সম্প্রতি, জব্বলপুরের এই ঘটনার ভিডিও (Viral Video) সামনে আসতেই শিউরে উঠছেন নেটিজেনরা । কীভাবে ঘটল এই ঘটনা ? জানা গিয়েছে, বাস চালাতে চালাতে হঠাৎই হার্ট অ্যাটাক হয় চালকের । যার জেরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িগুলিতে । ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন বেশ কয়েকজন (Bus Accident in Madhya Pradesh) ।
মৃত বাস চালকের নাম হরদেব পাল (৬০) । চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর । জানা গিয়েছে, গত দশ বছর ধরে শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছেন তিনি । এদিন, বাস চালাতে চালাতে আচমকাই তাঁর হার্ট অ্যাটাক হয় । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এদিকে, নিয়ন্ত্রণহীণ বাসের ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাসের যাত্রী এবং দুই শিশু-সহ মোট ছ’জন গুরুতর আহত হয়েছেন । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ।
আরও পড়ুন, Contai Bomb Blast : অভিষেকের সভার আগে কাঁথিতে বিস্ফোরণ, মৃত তৃণমূল নেতা-সহ ৩
পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাটি আরও ভয়ঙ্কর হতে পারত। বাসের গতিবেগ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ।