উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিপুল জয় পেয়েছে বিজেপি (BJP)। তারপরেই বিজেপির জয়ের ম্যাসকট বা প্রতীক হয়ে উঠেছে বুলডোজার।
উত্তরপ্রদেশের রাজধানী লখনউ (Luvknow) সহ বিভিন্ন শহরে বিজেপি কর্মীরা বুলডোজার নিয়ে মিছিল করেছেন। এই রকম সব বুলডোজার মিছিলের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
কানপুরের (Kanpur) মেয়র প্রমীলা পাণ্ডেও একটি বুলডোজারেট উপরে বসে অংশ নিয়েছেন শোভাযাত্রায়।
উল্লেখ্য, ভোটপ্রচারে উত্তরপ্রদেশে মাফিয়া এবং গুন্ডারাজের অবসানের প্রতীক হিসাবে বুলডোজারের ছবি ব্যবহার করেছিল।
আরও পড়ুন: AAP in West Bengal: পাঞ্জাবে ঝড় তোলার পর আপ-এর নজরে বাংলার পঞ্চায়েত ভোট
সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) 'বুলডোজার বাবা' বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই কটাক্ষ ফিরিয়ে দিলেন বিজেপি কর্মীরা।