আগামী অর্থবর্ষে আয়কর কাঠামোয় কোনও বদল আসছে না।বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এটি অন্তর্বর্তী বাজেট। তাই কোনও বদল আসবে না। কিছু কিছু ক্ষেত্রে মার্চ মাস পর্যন্ত ছাড় ছিল। সেগুলির সময়সীমা বাড়ানো হবে।
তবে গত অর্থবর্ষের তুলনায় প্রত্যক্ষ কর অনেকটাই বেড়েছে। আয়কর জমা দেওয়ার পরিমাণ বৃদ্ধি হয়েছে ২.৪ গুণ। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধ্বসীমা ২ কোটি থেকে ৩ কোটি করা হয়েছে। কর্পোরেট সেক্টরেও কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে।
পুরনো কর কাঠামোয় ২ লক্ষ ৫০ হাজার টাকা আয়ে আয়কর প্রযোজ্য হয়। অন্তর্বর্তী বাজেটে তা বাড়িয়ে ৩ লক্ষ টাকা উর্ধ্বসীমা করা হবে বলে মনে করা হয়েছিল। জল্পনা ছিল, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হবে পুরনো ও নতুন কর কাঠামোয়। কিন্তু তা হয়নি।