মধুবনী প্রিন্টের শাড়িতে সংসদে দাঁড়িয়ে নিজের অষ্টম বাজেটে ভোটমুখী বিহারের বিজেপির একলা চলার রাস্তায় প্রশস্ত করে দিলেন মোদী সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সব কিছু ঠিক থাকলে এই বছর অক্টোবর বা নভেম্বর মাসে ভোট হতে চলেছে পাটনার ময়দানে। তার আগে বিহারকে কার্যত ভরিয়ে দিলেন সীতারমন।
দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যার মধ্যে তিনটি হবে বিহারে। একইসঙ্গে হবে পাটনা এয়ারপোর্টের সম্প্রসারণের কাজ। রাজ্যে তৈরি করা হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। দেশে যে আরও আইআইটি তৈরি হবে, তার মধ্যে একটি হবে বিহারে।
রাজনৈতিক মহলের দাবি, ভোটের অঙ্ক সাজিয়েই এবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে বাজেট পেশ করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কৌশলেই বিহারের মন জিততে চেয়েছেন নির্মলাও। তাই এই বাজেটকে সেরা বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্মলার বাজেটের প্রশংসা করেছেন তাঁর রাজ্যের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়া।
২৪৩ আসনের বিহার বিধানসভায় আর জট জোটে যেতে চায় না পদ্মশিবির। ভোটের দিন ঘোষণার অনেক আগেই এবারের বাজেটে তা বুঝিয়ে দিতে চাইলেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের দাবি, বাংলায় আগামী বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে প্রথম লক্ষ্য পাটনার মসনদ দখল। আর সেই কারণেই বাজেটের মাধ্যমেই বিহারবাসীকে খুশ করার চেষ্টা করলেন নির্মলা।
কেন্দ্রের বাজেটে স্বাভাবিক ভাবেই খুশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভোট রাজনীতিকে মাথায় রেখেই নীতীশ জানিয়েছেন, কৃষকদের নিয়ে আরও একটু ভাবতে পারতেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাতে সুবিধা হত এনডিএ শরিক সরকারদের।
ভোটের আগে বিহার নিয়ে কল্পতরু হলেন নির্মালা। আর বাংলা কি পেল ? প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে বাংলার হাতে রইল পেন্সিল। যা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষ হতেই সংসদে ক্ষোভ তৃণমূল সাংসদদের।