তামিলনাড়ুর পোম্বন দ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত শহর ধনুশকোডি। এই শহরেই রয়েছে ভারতের শেষ রাস্তা! যেখান থেকে স্পষ্ট দেখা যায় শ্রীলঙ্কা। এই রাস্তারই মন্ত্রমুগ্ধকর একটি ভিডিয়ো সম্প্রতি ভারত সরকারের অফিশিয়াল 'এক্স' অ্য়াকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। আকাশ থেকে তোলা সেই ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরাও।
ভিডিয়োটি তুলেছে তিরুমল সঞ্চারী। ভিডিয়োতে দেখা যাচ্ছে অরিচল মুনাইয়ের সেই রাস্তা যা ভারতের দক্ষিণদিকের 'শেষ রাস্তা' হিসেবে পরিচিত। রাস্তাটিকে ঘিরে রয়েছে সাগরের নীল জল ও ঢেউ।
ভিডিয়োটির ক্যাপশনে লেখা- "এমন এক দৃশ্য, যা দেখে মুগ্ধতার শেষ থাকে না! দেখুন তামিলনাড়ুর ধনুশকোডিতে ভারতের শেষ রাস্তার কিছু মুহূ্র্ত"।
উল্লেখ্য, ধনুশকোডি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একমাত্র স্থল সীমানা, যা পক প্রণালীর বালির টিলায় অবস্থিত। স্থলভাগে এটি মাত্র ৫০ গজ পর্যন্ত বিস্তৃত। সেই কারণেই এই স্থানকে 'বিশ্বের ক্ষুদ্রতম স্থান'-ও বলা হয়।