ফের দিল্লির একটি স্কুলে বোমাতঙ্ক । স্কুল খুলতেই এল হুমকি ইমেল । সেখানে লেখা, স্কুলে বোমা রাখা আছে । এরপরেই হুলস্থূল পড়ে গিয়েছে গোটা স্কুলে । ইতিমধ্যেই বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে । স্কুলে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশও । যদিও এখনও পর্যন্ত কোনও বোমা পাওয়া যায়নি । বুধবার ঘটনাটি ঘটেছে মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে ।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ১০টা ৪৯ নাগাদ বোমা হুমকির মেইল পায় স্কুল কর্তৃপক্ষ । সঙ্গে সঙ্গে ডিফেন্স কলোনি থানায় খবর দেওয়া হয় । এরপর নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্কুলটি খালি করেন । পুলিশ এখনও পর্যন্ত দুই দফা তল্লাশি চালিয়েছে এবং তৃতীয় রাউন্ডের তল্লাশি চলছে । পুলিশের অনুমান, কেউ মজা করেও এই হুমকি বার্তা পাঠিয়ে থাকতে পারেন ।
দিল্লির স্কুলে বোমা হুমকি নতুন নয় । এর আগে চলতি মাসে দিল্লির অন্য একটি নামী স্কুলে একই রকম হুমকি ইমেল পাঠানো হয়েছিল । সেই হুমকিবার্তাটি খতিয়ে দেখার পর তা ভুয়ো বলে জানিয়েছিল দিল্লি পুলিশ।