অমানবিক ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ। নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাসের শিশুকে নিউমোনিয়া সারাতে গরম লোহার রডের খোচা দেওয়া হল ৫১ বার ।
মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত শাহদোলের ঘটনা। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে সারিয়ে তুলতে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিল পরিবার। লোহার গরম রড দিয়ে ৫১ বার শিশুর পেটে ‘খুঁচিয়েছিলেন’ তিনি। তাতেই গুরুতর আহত হয় তিনমাসের সদ্যজাত। ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষরক্ষা হয় না। বাঁচানো যায়নি শিশুটিকে।
শিশুটির মৃত্যুর পিছনে অন্ধ বিশ্বাসকেই দায়ী করেছেন শাহদোলের জেলাশাসক বন্দনা বৈধ। হাসপাতালে ভর্তির আগে ১৫ দিন শিশুটির কোনো চিকিৎসা হয়নি বলে জানান।