ভারত না ইন্ডিয়া (Bharat)। এই নিয়ে বিতর্ক থামছেই না। এরই মধ্যে দেশের বেসরকারি কুরিয়র সংস্থা ব্লু ডার্ট তাঁদের একটি পরিষেবার নাম বদলে রাখল 'ভারত ডার্ট' ((Bharat Dart)। আগে এই তাঁদের প্রিমিয়াম সার্ভিসের (Premium Service) নাম ছিল 'ব্লু প্লাস'। রিব্র্যান্ডিং করে সেই পরিষেবার নামেই বদল আনল সংস্থা। এই মর্মে শেয়ারবাজার ও কম্পানি ল বোর্ডকে প্রয়োজনীয় তথ্য দিল ব্লু ডার্ট।
মুম্বইয়ের এই বেসরকারি কুরিয়ার সার্ভিস সংস্থা দক্ষিণ এশিয়া জুড়ে ব্যবসা করে। তাঁদের কুরিয়ার সার্ভিসের জন্য নিজস্ব বিমান পরিষেবাও আছে। সদ্য সমাপ্ত G20 সম্মেলনে ভারত নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁদের রিসার্চ টিম গবেষণা করে জানিয়েছে, এই 'ভারত' নাম দিলে ব্যবসাও দ্রুতগতিতে বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: ইনস্ট্রাগ্রামে লাইভে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ, প্ররোচনার অভিযোগ বান্ধবীর বিরুদ্ধে