ত্রিপুরার উপনির্বাচনে জয় বিজেপির। নির্বাচনের পর সিপিআইএমের দাবি ছিল, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ফলঘোষণার পর বিজেপি দুই আসনেই জয়লাভ করেছে।
ধনপুর কেন্দ্র আগেই বিজেপির দখলে ছিল। উপনির্বাচনে এই আসন নিয়ে কোনও চিন্তা ছিল না। কিন্তু বক্সনগরে সিপিএমের ঘাঁটিতে ৩০ হাজার ভোটে জিতেছে বিজেপি। ধনপুর কেন্দ্রে জয় এসেছে ১৮ হাজার ভোটে।
ভোটের ফলঘোষণার দেখা গিয়েছে, বক্সনগরে বিজেপি প্রার্থী তফজজল হোসেন পেয়েছেন ৩৪,১৪৬ ভোট। অন্য দিকে, সিপিএমের মিজান হোসেন পেয়েছেন ৩৯০৯ ভোট।