'মোদী' পদবি নিয়ে মন্তব্য। মানহানি মামলায় রাহুল গান্ধীর সাজা বহাল রেখেছে সুরাতের আদালত। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "এই রায় গান্ধী পরিবারের ঔদ্ধত্যকে সপাটে চড় মেরেছে। প্রমাণিত হয়েছে, আইন সকলের জন্য সমান। এই রায় বিচারব্যবস্থা ও আমজনতার জয়।" উচ্চ আদালতে আবেদন করতে পারে কংগ্রেস।
২০১৯ লোকসভা নির্বাচনের সময় কর্নাটকের কোলারে 'মোদী' পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য় করেন রাহুল গান্ধী। গত ২৩ মার্চ গুজরাতের সুরাজ ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক এইচএইচ বর্মা ২ বছরের জেলের সাজা দেন রাহুল গান্ধীকে। পাশাপাশি তাঁর জামিন মঞ্জুর করে ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আবেদনের সময়সীমা দেওয়া হয়। গত ৩ এপ্রিল সুরাতের দায়রা আদালতে আবেদন জানান রাহুল গান্ধী। সেই আবেদন গ্রহণ করে জামিন বহাল রাখার নির্দেশ দেন। গত ১৩ এপ্রিল শুনানির দিন অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা রায় সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেন। বৃহস্পতিবার রাহুলের আর্জি খারিজ করে আদালত। যার ফলে সাংসদ পদ ফিরে পাওয়ার আশা নেই রাহুলের। পাশাপাশি জেলযাত্রার সম্ভাবনাও তৈরি হয়েছে।
কংগ্রেস নেতা অভিষেক মনুসিঙ্ঘভি বলেন, আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর ইঙ্গিত, সুরাত দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করবে কংগ্রেস।